সুরমা নিউজ ডেস্ক :
সিলেট অগ্রগামী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে রোববার সকাল ১১টায় স্কুল ও কলেজ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে ও শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক নাজমা বেগম, মমতাজ বেগম, মৃণালিনী ভদ্র, সৈয়দা আশরাফুন্নেছা, রাগেগুল ফাতেমা জান্নাত, নেপুর চন্দ্র পাল, তরুন কান্তি সরকার, মো আমিমূল এহসান, মো. কবির খান, কোহেলী রানী রায়, মোহাম্মদ গোলাম দস্তগীর, সাগরিকা গুপ্ত, স্কুল ও কলেজের শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন সালেহা আক্তার, সূচনা, শাওন, অর্পা, সাজিয়া খান, তামান্না আক্তার, সাজেদা আক্তার, রুবিনা আক্তার, প্রভাতি, তমা, সোহানা, সামিয়া, ববি, কারিমা বেগম, শিপা, জিয়ানা, মহুয়া, মারিয়ামা, সুইটি, অর্পা, প্রজ্ঞা, অনুসূয়া, মারিয়া, মন্দিরা, নিপা, তাসফিয়া, মিতু, শ্রেয়া, প্রেরণা, মম, রাজিতা, আবিদা, মাহিয়া প্রমুখ।
সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে অগ্রগামী গার্লস স্কুল এন্ড কলেজের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৬, ৫:৫৪ অপরাহ্ণ