বিভিন্ন জেলায় নতুনদের চাকরি দিচ্ছে রেনাটা লিমিটেড
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ৭:২৮ পূর্বাহ্ণ
চাকরি ডেস্ক:
রেনাটা লিমিটেড ‘প্রফেশনাল সার্ভিস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যাঁরা আবেদন করতে পারবেন
যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। বিজ্ঞাপনে প্রার্থীদের অভিজ্ঞতা চাওয়া না হলেও আগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাসনদের মূলকপি, ফটোকপিসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ৫ আগস্ট-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :