যদি তুমি এমন করো
প্রকাশিত হয়েছে : ৭:০৭:০৩,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৬
লিটন দেব জয়
যদি তুমি এমন করো, আমি পথভ্রষ্ট হবো,
ধ্বংসযজ্ঞ শুরু হবে চারিদিকে
ছুটে আসবে টাইফুন, সিডর, নার্গিস, মহাসেন…
কোকিলের ভোকাল কর্ড স্তব্ধ হবে চিরতরে।
যদি তুমি এমন করো আমি খুনি হবো
জড়ো করব সব পটাশিয়াম সায়ানাইড
ঢেলে দেবো আছে যত জলাধারে
বিষাক্ততায় নীল হবে সৃষ্টি, নীলে নীল হবে তুমিও!
যদি তুমি এমন করো আমি নষ্ট হবো,
মুহুর্তেই জ্বলে উঠবে সব ঘুমন্ত অগ্নিগিরি;
লাভার উদ্গিরনে ছাই হবে সব….
থেমে যাবে সব কোলাহল, পৃথিবী হারাবে তার গতি।