সুরমা নিউজঃ জামায়াত নিয়ে করা নিজের বক্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, ‘এই বক্তব্য আমার ব্যক্তিগত বটে। কিন্তু বাঁচতে হলে এছাড়া কি অন্য কোনো উপায় আছে? বাঁচতে হলে এটিই (জামায়াত ত্যাগ) করতে হবে।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘প্রত্যয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অধ্যাপক এমাজউদ্দীন বলেন, ‘জঙ্গিরা আমাদেরই সন্তান। আমি তাদেরকে ঘৃণা করি না, তাদের কর্মকে ঘৃণা করি। আমরা তাদেরকে সঠিক পথ দেখাতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতার কারণেই তারা বিপথগামী হয়েছে’। এর আগে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে এমাজউদ্দীন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে ২০ দলীয় জোটে জামায়াতকে রাখার কোনো প্রয়োজন নেই। জামায়াত এখন একটি বোঝা। জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা হলো দলটি। সরকার চাইলে যেকোনো সময় দলটিকে নিষিদ্ধ করতে পারে। জঙ্গিবাদ যেভাবে এগুচ্ছে তাতে নীরব থাকার সুযোগ নেই। সবাই মিলে এ বিষয়ে একটি ঐক্য গড়ে তুলতে হবে।’ এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জামায়াত নিয়ে এমাজউদ্দীনের বক্তব্য তার ব্যক্তিগত। এটা বিএনপি বা ২০ দলের বক্তব্য নয়’। আয়োজক সংগঠনের উপদেষ্টা মাওলানা গোলাম মহিউদ্দীন খান ইকরামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, হযরত আহম্মদ বদরুদ্দীন খান, মূর্তজা বশির উদ্দীন খান, মোস্তফা মহিউদ্দীন খান ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।