পুত্রবধূ ঐশ্বরিয়ার ওপর খেপেছেন অমিতাভ !
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
অমিতাভ বচ্চনের ব্যস্ততা এই বয়সেও কম নয়। তাঁর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও ফিরেছেন বলিউডে। তবে বচ্চন-পুত্র অভিষেক বলিউড থেকে অনেকটা হারিয়েই গেছেন বলা চলে। এরই মধ্যে গণমাধ্যমে গুজব, ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বেশ বাকবিতণ্ডা হয়েছে অমিতাভের। একটি ম্যাগাজিনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই খবর।
ঝামেলাটা তৈরি হওয়ার কারণ করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ঐশ্বরিয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা। ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে রণবীর কাপুরের। এই বিষয়টি নাকি মোটেও ভালোভাবে নেননি অমিতাভ। ঐশ্বরিয়ার সঙ্গে এ নিয়ে কথাকাটাকাটি তো বটেই, সঙ্গে নাকি করণ জোহরকে ছবির ওই অংশটুকু কাটছাঁট করার কথাও বলা হয়েছে বচ্চন পরিবারের পক্ষ থেকে।
তবে এই পুরো খবরটিই যেমন ‘সূত্র’ এবং গুজবে ভর করে গড়ে ওঠা, তেমনি একই রকম ‘সূত্র’র বরাত দিয়ে এই পুরো খবরকেই ‘ভিত্তিহীন’ হিসেবেও দাবি করেছে কয়েকটি গণমাধ্যম। এ রকম কোনো ঘটনাই ঘটেনি এবং এসবের সঙ্গে ঐশ্বরিয়ার কাজের কোনো সম্পর্কই নেই—এই গণমাধ্যমগুলো এমন খবরই জানিয়েছে।
দীর্ঘদিন বিরতির পর ‘জ্যজবা’ নামের একটি থ্রিলার ছবি দিয়ে বলিউডে ফিরেছেন ঐশ্বরিয়া, তাঁর বিপরীতে ছিলেন ইরফান খান। অমিতাভ বচ্চনকে শেষ দেখা গেছে থ্রিলার ছবি ‘তিন’-এ। এর পর তাঁকে দেখা যাবে সুজিত সরকারের প্রযোজনা এবং অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘পিংক’ নামের একটি ছবিতে, যা এ বছরের ১৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।