মালেকের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৬:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বাহরাইন যুবলীগ মানামা শাখার সহ সভাপতি আব্দুল মালেকের উপর হামলার প্রতিবাদে বাহরাইন যুবলীগ এক সংবাদ সম্মেলন করেছে। তারা মালেকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবী করেন। হামলাকারীদের উপযুক্ত শাস্তি প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, অবিলম্বে এই চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করা না হলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। তারা বলেন, একজন সুস্থ্য সবল মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে কিন্তু এর বিচার পাওয়া যাচ্ছেনা। এতে আমরা প্রবাসীরা চরম আতংকিত। প্রয়োজনে দেশে গিয়ে মালেকের উপর হামলাকারিদের সাস্তির দাবীতে আন্দোলন গড়ে তোলার কথা বলেন তারা। বাহরাইন আওয়ামী যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগ বাহরাইন শাখার আহবায়ক আল মাহমুদ ভূইয়া বাবু, যুগ্ন আহবায়ক মোশারফ হুসেন মশু,নজির আহমেদ,শরিফুল ইসলাম,এম এ কালাম, সুহেল মিয়া, যুবলীগ বাহরাইনের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, প্রতিষ্টাতা সাধারন সম্পাদক এম এ সবুর, উপস্থিত ছিলেন, মোঃ মোবারক, মুক্তার মুন্না, গাজী ডালিম, শাহিন শিকদার, আওয়ামী যুবলীগ মানামা শাখার সানাউল্লাহ, এরশাদ, ফারুক, মুমিন, রিফা শাখার যে এইচ জামাল, আরদ শাখার ফরহাদ, সোহেল ভূইয়া, প্রমুখ। সংবাদ সম্মেলনে বাহরাইনের বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৫ জুলাই ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের গজিয়া ইব্রাহীম পুর গ্রামে এক সংঘর্ষে বাহরাইন প্রবাসী এম এ মালেককে সরাসরি পায়ে গুলি করে। আহত মালেককে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তারা গুলিবিদ্ধ পা কেটে ফেলা হয়। দুই সন্তানের জনক মালেক এখন পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে আছেন।