সিলেটে মধ্যরাতের রাস্তায় বিদেশী দম্পতি, অতঃপর …
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
রাত তখন ১২। সিলেটের জিন্দাবাজার পয়েন্টে একটি পান দোকানের সামনে আলাপে মত্ত এক বিদেশী দম্পতি ও দুই প্রবাসী বাঙালি । হঠাৎ তাদের দেখে থমকে দাঁড়ায় টহল পুলিশের একটি দল। দেশের এই নাজুক আইশৃঙ্খলা পরিস্থিতিতে এত রাতে কোন ধরনের নিরাপত্তা ছাড়াই বিদেশী দম্পতির চলাচলে উদ্বিগ্ন হয়ে পড়ে পুলিশের দলটি। গাড়ী থেকে নেমে পুলিশদল এগিয়ে যায় বিদেশীদের দিকে।
গত মঙ্গলবার রাতের সিলেটকে দেখতেই এই বের হয়েছিলেন বিদেশী দম্পতি ও দুই প্রবাসী বাঙালি। যুক্তরাজ্য প্রবাসী দুই বাঙালির সাথে বিদেশী দম্পতি বাংলাদেশে বেড়াতে এসেছেন। শহরের কোন এক অভিজাত হোটেলে উঠেছেন তারা।
জিন্দাবাজার এলাকায় রাত্রিকালিন টহল দলের দায়িত্বরত এসআই কামরুল বিদেশীদের সাথে থাকা দুই প্রবাসী বাংলাদেশীকে রাতে বাইরে না থাকতে এবং পুলিশি নিরাপত্তা ছাড়া বের না হওয়ার অনুরোধ জানালে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন প্রবাসীরা। তারা পুলিশের সাথে তর্কে লিপ্ত হন। বিদেশী ও প্রবাসীদের সাথে কিছু সময় কথা বলে পুলিশ কর্মকর্তা বর্তমান পরিস্থিতি বুঝাতে সমর্থ হলে হোটেলে দিকে রওয়ানা হন বিদেশীসহ প্রবাসীরা।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসঅাই) কামরুল বলেন, কোন কিছু ঘটে গেলে সব দায় আসবে পুলিশের উপর। প্রথমে প্রবাসী দুজন আমাদের কথা বুঝতে পারেননি। পরে তারা হোটেলে চলে যায়। বিদেশীদের চলাচলে পুলিশ সার্বক্ষনিক নিরাপত্তা দিচ্ছে।