ব্র্যাকে বিভিন্ন পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৭:৫২ পূর্বাহ্ণ
চাকরি ডেস্কঃ
চাকরি দিচ্ছে ব্র্যাকের আওতায় পরিচালিত ব্র্যাক ডেইরি ফুড অ্যান্ড প্রজেক্ট। তিনটি পদে সারা দেশে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
সেলস অফিসার
উচ্চ মাধ্যমিক পাস এবং এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে। পদটিতে আট হাজার ৬৬৮ টাকা বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলায় হতে পারে।
ল্যাব টেকনিশিয়ান
ফুড টেকনোলজি থেকে ডিপ্লোমা অথবা রসায়নবিদ্যা বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর। নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটির গাজীপুর কারখানায়।
ফোরম্যান
উচ্চ মাধ্যমিক অথবা রেফ্রিজেশন বা এয়ারকন্ডিশনে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ পাবেন অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের প্রার্থীরা। চূড়ান্ত নির্বাচনের পর প্রার্থীদের গাজীপুরের কারখানায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে পারবেন ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ১৪ আগস্ট-২০১৬ তারিখের মধ্যে।
বিস্তারিত জানতে প্রথম আলো পত্রিকায় ২৯ জুলাই-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।