ওসমানীনগরে মুসলিম এইডের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:৩১:২৪,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস বুরুঙ্গা শাখার উদ্যোগে অর্ধশত প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু) বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে উপজেলার কলারাই বাজারস্থ মুসলিম এইড ইউকে বুরুঙ্গা শাখার কার্যালয়ে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুছ সালাম। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস বুরুঙ্গা শাখার ম্যানেজার রবিউল করিমে সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপারভাইজার বাবুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক আরশ আলী, মঈনুল ইসলাম, শেখুল ইসলাম, রাজন মিয়া, মাসুদুর রহমান প্রমুখ।