সুরমা নিউজ ডেস্ক:
আঠারো বছর আগের করা হরিণ হত্যা মামলায় শেষ রক্ষা বোধহয় আর হচ্ছে না সুপারস্টার সালমান খানের। সদ্য হরিণ হত্যা মামলা থেকে খালাস পেলেও সেইসময়ে সালমানের ড্রাইভারের বক্তব্যে মামলা ফের নতুন দিকে মোড় নিচ্ছে। কারণ, শিগগিরই সালমানের গাড়ি চালকের বক্তব্যকে ধরে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজস্থান সরকার।
আঠারো বছর ধরে সুপারস্টার সালমানের উপর ঝুলছিল হরিণ হত্যা মামলার রায়। অবেশেষে গত ২৫ জুলাই মামলাটির রায় হয়। সেই রায় মোতাবেক সালমানের বিরুদ্ধে হরিণ হত্যা মামলার কোনো প্রমাণাদি না থাকায় আদালত তাকে বেকসুর খালাস দেয়।
সালমানকে আলোচিত হরিণ হত্যা মামলা থেকে খালাসের পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠে তর্ক বিতর্ক। প্রশ্ন উঠে আদালতের দেয়া রায়ের বিরুদ্ধেও। গত দুইদিন ধরে যখন সালমানের পক্ষে বিপক্ষে আলোচনা স্তিমিত পর্যায়ে ঠিক তখনই পাওয়া গেল সেই সময়ে সালমানের গাড়ির চালকের বক্তব্য। গণমাধ্যমে প্রকাশিত আত্মগোপনে থাকা ওই ড্রাইভারের দাবী, সালমান যখন হরিণ হত্যা করে তখন সেই গাড়িটি তিনিই চালিয়ে ছিলেন। কিন্তু তাকে ভয় দেখিয়ে চুপ করে রাখা হয়েছে।
আর গাড়ি চালকের এমন বক্তব্যের পর নড়েচড়ে বসেছে রাজস্থান সরকার। উপযুক্ত প্রমাণের অভাবে সালমান খালাস পেয়ে গেলেও এবার চালকের বরাত দিয়ে সালমানকে ঘায়েল করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজস্থান সরকার।
সালমানের বিরুদ্ধে মামলা করবে রাজস্থান সরকার
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:০০,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৬