বালাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন যারা
প্রকাশিত হয়েছে : ২:২৬:০৫,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৬
বালাগঞ্জ প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বালাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বালাগঞ্জের ইউএনও এটিএম আজহারুল ইসলাম।
শিক্ষক নুরুল আমিন ও নুর মোহাম্মদ সাইফুদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আফরোজা আজিজ, বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, তিলকচাঁনপুর-আদিত্যপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী, শিক্ষক হুসাইন আহমদ মিছবাহ ও মনির হোসেন প্রমুখ।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানরা হলেন-বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদী, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, তিলকচাঁনপুর-আদিত্যপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী, শ্রেষ্ঠ শিক্ষক- বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের নুরুল আমিন, শ্রেষ্ঠ শিক্ষিকা- দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের বন্যা চক্রবর্তী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক- বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের গুলজার আহমদ চৌধুরী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষিকা- দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের জেসমিন আক্তার, শ্রেষ্ঠ শিক্ষার্থী- বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের নিকুঞ্জ বিশ্বাস রণি ও শ্রেষ্ঠ স্কাউট দল হিসেবে নির্বাচিত হয়েছে-দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের ‘ময়না পাখি’।