ক্যামেরা বন্দি হচ্ছে পুরো সিলেট!
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৬, ৫:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে মহানগরীর ২৭টি ওয়ার্ডে ক্লোজসার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে সারাদেশে জঙ্গিবাদী কার্যক্রম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এবং আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে কোন ধরণের নাশকতামূলক কার্যক্রমের বিপরীতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সিসিক এ সিদ্ধান্ত নিলো।
সোমবার দুপুরে (২৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, বর্তমানে সিসিকের উদ্যোগে স্থাপিত কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। এর বাইরে নগরীর প্রত্যেকটি ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে কেন্দ্র করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
সাধারণ সভায় উল্লেখ করা হয়, ইতোমধ্যে সিলেট মহানগরীর বন্দরবাজার, তালতলা, জিন্দাবাজার, চৌহাট্টা, সোবহানীঘাটসহ গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এবার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কাজ দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত হয় সভায়।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিসিক কাউন্সিলরদের দাবির প্রেক্ষিতে সাধারণ সভায় মহানগরীর সবগুলো ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং গৃহীত এ সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে।
সিসিকের সাধারণ সভার সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এবং সভাপতিত্ব করেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন। এছাড়াও সভায় সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।