পরিচয় গোপন করে শিবির ক্যাডার ছাত্রলীগে, এরপর…
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে অনুপ্রবেশকারী এক শিবিরকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। আহনাফ আবেদীন আবিদ নামের এমসি কলেজের ওই ছাত্র নিজের পূর্ব পরিচয় গোপন করে ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল। তার পরিচয় জানার পর সোমবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক (স্থগিত) কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী সহ ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।
আহনাফ আবেদীন এর আগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল। ছাত্র শিবিরকর্মী হিসেবে সে এর আগে জেলও খেটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আহনাফের এসব ছবি দেখে তার শিবির সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পুলিশে তুলে দেন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী।
কামরুল ও সঞ্জয় জানান- আহনাফ আবেদীন আবিদ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী। গত কিছুদিন ধরে সে কলেজে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। রবিবার সে ছাত্রলীগের মিছিলেও অংশ নেয়। তাকে ছাত্রলীগের মিছিলে দেখে তার পূর্ব পরিচিতরা তার শিবির সংশ্লিষ্টতার ছবিগুলো ছাত্রলীগ নেতাদের কাছে পৌঁছান।
ছবিতে দেখা গেছে আহনাফ আবেদীন এর আগে দুইবার কারাবারণ করেছেন। প্রতিবরাই তাকে কারাফটকে বিয়ানীবাজার উপজেলা জামায়াত-শিবির নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত করছেন।
এছাড়া বিয়ানীবাজার উপজেলা শিবিরের ব্যানারে আয়োজিত একাধিক মিছিলে তাকে সামনের সারিতে দেখা যায়। শরীরে সাঈদীর মুক্তির দাবি জানিয়েও তাকে মিছিল করতে দেখা গেছে ছবিতে।
ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আহনাফ আবেদীন আবিদ অনুপ্রবেশকারী নিশ্চিত হওয়ার পর তাকে শাহপরাণ থানার এসআই সাজ্জাদের হাতে তুলে দেয়া হয়েছে।