গায়ে আগুন দিয়ে কলকাতার অভিনেত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৬, ৭:৫৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কিছুদিন আগে গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন কলকাতার জনপ্রিয় মেকআপ আর্টিস্ট দীপা। এবার নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন টালিপাড়ার উঠতি নায়িকা পূজা আইচ।
পূজার মৃত্যুর খবর প্রকাশ করেছেন কলকাতার বেশকিছু গণয়মাধ্যম। সেসব খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গায়ে আগুন দিয়েছিলেন এই অভিনেত্রী। আশঙ্কাজনকভাবে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে শেষ রক্ষা হলো না। সোমবার রাতে মৃত্যু হয় পূজার।
তার মৃত্যুর জন্য শ্বশুড়বাড়ির লোকদের দায়ী করেছেন অভিনেত্রী পূজার বাবা-মা। এমনকি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তারা। পূজার বাবার দাবি, ‘মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো। সেটা সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।’
পূজার বাবা আরও জানান, ‘মেয়ের মৃত্যুর ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন পূজার স্বামী ও শাশুড়ি।’
উল্লেখ্য, বছর দুয়েক আগে অসীম ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয় পূজার। একাধিক বাংলা ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে পূজাকে। সম্প্রতি এক মেগা সিরিয়ালে অভিনয় করতেন পূজা।