লুৎফুর রহমান জেলা পরিষদ প্রশাসক হওয়ায় ওসমানীনগরে মিষ্টি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৬:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় ওসমানীনগরে দলীয় নেতা- কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রাপ্তির খবর শুনেই ওসমানীনগরের বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করেছেন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ওসমানীনগরের তাজপুর বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানা যুবলীগ সভাপতি আনা মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাহ আবদুর রব, বালাগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, থানা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, উপজেলা যুবলীগের জাহেদ সুমন, জুয়েল আহমদ, লিটন আহমদ, মজনু মিয়া, টিপন আহমদ, তাজপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফুরুক আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার সিলেট, বরিশাল, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়ে এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়।
সর্বশেষ এ পদের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। ২০১৫ সালের ০৯ সেপ্টেম্বর তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।
এডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সত্তরোর্ধ্ব রাজনৈতিক এই ব্যক্তি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।