সেমিনার থেকে বের করে দেওয়া হল জামায়াত নেতাকে
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৫:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে বাংলাদেশ বিষয়ক সেমিনারে যোগ দিয়ে দলের পক্ষে সাফাই গাইতে চাইলে তোপের মুখে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হলেন জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা। তিনি বিনা আমন্ত্রণে যোগ দিয়েছেন-এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে বের করে দেয়।
মঙ্গলবার সেমিনারে ফ্লোর নিয়ে জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা দলের পক্ষে সাফাই গাইতে থাকেন। এ সময় সেমিনারে উপস্থিত আওয়ামী লীগ নেতা এইচটি ইমাম, প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অন্যরা আপত্তি করেন। তারা জানান, জামায়াত একটি সন্ত্রাসী দল। জামায়াতের কোনো প্রতিনিধি এই সেমিনারে অংশ নিলে আগামীতে তারা আর এই সেমিনারে অংশ নেবে না।
তাদের এই হুঁশিয়ারিতে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে যাচাই করে তারা দেখেন, ব্যারিস্টার আবু বকর মোল্লা বিনা আমন্ত্রণে সেমিনারে যোগ দিয়েছেন। পরে সিকিউরিটির মাধ্যমে ওই জামায়াত নেতাকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়।
সেমিনারে বিএনপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে এ ব্যাপারে তাদের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি।
তবে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেছেন, তাকে আমন্ত্রণ দিয়েই আনা হয়েছিলো।