বিশ্বনাথে শিয়ালের কামড়ে ৫ জন আহত
প্রকাশিত হয়েছে : ৫:১৪:১৩,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৬
বিশ্বনাথ সংবাদদাতা :
বিশ্বনাথে শিয়ালের কামড়ে মহিলাসহ অনন্ত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের মান্দারুকা গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন-মান্দারুকা গ্রামের শফিকুল ইসলাম, আকবর আলী, নুরুজ আলীর স্ত্রী লনা বেগম, জাহিদুল্লাহ স্ত্রী। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। আহতদের প্রাথকিম চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মান্দারুকা গ্রামে কয়েকটি শিয়াল প্রবেশ করে লোকজনকে কামড়াতে শুরু করে। এসময় এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে শিয়াল গুলো মেরে ফেলেন।
মান্দারুকা গ্রামের জামাল আহমদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে হঠাৎ কয়েকটি শিয়াল গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামের ৫-৬জন শিয়ালের কামড়ে আহত হন। পরে এলাকাবাসী জড়ো হয়ে কয়েকটি শিয়ালকে মেরে ফেললেও এলাকায় এখনো শিয়াল আতংক বিরাজ করছে।