ওসমানীনগরে অতিরিক্ত জেলা প্রশাসক: রাসুল (সা:) এর আদর্শের মধ্যে হিংসা নেই
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ১১:২৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, মানুষ হত্যা ইসলাম ধর্ম সমর্থন করে না। পৃথিবীর মধ্যে কোরআন হাদিসের উপর আর কোন আইন নেই। রাসুল (সা:) এর আদর্শের মধ্যে হিংসা বিদ্বেষ নেই। বিদায় হজ্বের ভাষণে রাসুল (সা:) যে আহ্বান করেছেন সেটা মেনে চললে আমাদের মধ্যে শান্তি শৃংখলা বজায় থাকবে, জঙ্গিবাদ করার কোন সুযোগই আসবে না।
মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলার হযরত শাহ জালাল(র:) ফাযিল মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম, ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনছার আহমদ সিদ্দিকি, শিক্ষক মোস্তফা কামাল, আশরাফুল আলম, ওলিদুর রহমান, ইউপি সদস্য বেলাল আহমদ, অভিভাবক সদস্য কাপ্তান মিয়া, পিয়ার আলী, মহসিন আহমদ প্রমুখ।