ওসমানীনগরে অস্ত্রসহ দুই ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ৫:০৬:২৩,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার উছমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল ছমির (৩৬)।
এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টা রামদা, ১টা ছুড়ি ও ২টি লোহার পাঞ্জা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দয়ামীর-গহরপুর সড়কের রাইকদারা নামক স্থানে ৭/৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে তাৎক্ষনিক ডাকাতদের ধাওয়া করলে ২জনকে আটক করতে সক্ষম হন। অন্যরা পালিয়ে যায়।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।