মৎস্য সপ্তাহে ওসমানীনগর উপজেলা মৎস্য বিভাগের একাধিক কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
১৯-২৫ জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬’ উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার সকাল ১১টায় সড়ক র্যালি, সকাল ১১টা ৩০মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬’ এর উদ্বোধন ও আলোচনা সভা। দুপুর ১২টা ৩০মিনিটে মাছের পোনা অবমুক্তকরণ।
এতে প্রধান অতিথি থাকবেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী, বিশেষ অতিথি থাকবেন ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ আব্দুল আউয়াল চৌধুরী।
বর্ণিত সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠানসহ মৎস্য সপ্তাহের সকল কর্মসূচীতে সবার উপস্থিতি কামনা করেছেন ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।