শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন প্রথম বছরে পদার্পন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৭:৫৪ পূর্বাহ্ণ
‘আপনার শুদ্ধতা আমাদেরকে জাগ্রত করে’ এই স্লোগানকে সামনে রেখে শুদ্ধ তার পথচলা শুরু করে। ১৭ই জুলাই ২০১৬ইং শুদ্ধ তার প্রথম বছরে পদার্পন করলো। এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তাসলিমা আক্তার উর্মির উপস্থাপনায় প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোরআনে হাফিজ আবিদ কাওসার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য কুলসুমা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য লাভলী তালুকদার। আলোচনা সভায় মোঃ সজিবুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি নাসির আহমদ, সাধারণ সম্পাদক হিমেল আহমদ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম। এছাড়া কার্যকরী সদস্যের শুভ রায়, হাবিব, কাকলী, অমি সহ আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যকরী সদস্যের মধ্যে ছিলেন, সৈকত, নিলয়, মজনু, রাবেল, আজিম, হাবিব, রুমন, নির্জন, মাছুম, রিমন, তাহসিন, লাভনী, শাফকাত, তানভীর সহ সংগঠনের সকল সদস্য স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি