বালাগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৬:৩৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
বালাগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় দিন দুপুরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি উপেন্দ্র কুমার দাস ও সিনিয়র শিক্ষিকা অর্পিতা দাস দম্পত্তির বালাগঞ্জ বাজার সংলগ্ন চাঁনপুর গ্রামস্থ বাসায় সোমবার দুপুরের দিকে চুরি হয়েছে।
চুরি হওয়া বাসার মালিক শিক্ষক দম্পত্তি জানান- সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা স্কুলে ছিলেন। বাসাটি ফাঁকা থাকায় চোরেরা ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১০ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। শিক্ষক দম্পত্তি স্কুল থেকে বাসায় ফিরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।