সিলেটে মামলা থেকে খালাস পেলেন স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ২২ নেতাকর্মী
প্রকাশিত হয়েছে : ৯:০৩:০১,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
নগরীর পাঠানটুলায় ২০১৪ সালে সানরাইজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২২ স্বেচ্ছাসেবক-ছাত্রদল নেতাকর্মীকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হীরো এই রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে এক বিয়ের অনুষ্ঠানে হামলা হয়। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় মামলা করেন দরগা মহল্লার সেলিম আহমদ নামের এক ব্যক্তি। প্রথমে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হলেও পরে এ ঘটনায় পুলিশ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। প্রায় দেড় বছর শুনানি শেষে সোমবার এই রায় ঘোষণা করা হয়। আদালতের সিআর মামলা নম্বর ১৮১/১৪।
মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- ৭, ৮ ও ৯ নম্বর স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী আজিজ খান সজীব, ৮নং ওর্য়াড স্বেচছাসেবক দলের আহবায়ক রাসেল আহমদ, ৮নং ওর্য়াড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৮নং ওর্য়াড স্বেচছাসেবক দলে নেতা ফারুক আহমদ, ৭নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম রাসেল, কামরুল ইসলাম সজল, শাহ আলম. হোসাইন আহমদ, শাহ খুররুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এসকে শাহিন, মহানগর ছাত্রদল নেতা ভুলন কান্তি তালুকদার, তানভির আহমদ তারেক, মহানগর ছাত্রদল নেতা বাইন উদ্দিন, দেলোয়ার হোসেন, শফিক আহমদ, স্বপন, রাজু আহমদ অপু, এনাম আহমদ, ইয়াছিন আহমদ, লায়েক আহমদ, ছালেখ, দেলোয়ার হোসেন দিলু, সাজিদ নূর বাবু। এ মামলার প্রধান আসামী ছিলেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী আজিজ খান সজীব।
আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী ও অ্যাডভোকেট তাহমিনা ইসলাম। সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমদ।