কিয়ামপুরের প্রবীণ শিক্ষক মুজাফফর আলী খান আর নেই
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ৫:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃওসমানীনগরের কিয়ামপুর গ্রামের মুরব্বী প্রবীণ শিক্ষক মুজাফফর আলী খান(৭১) আর নেই। সোমবার দুপুর ১ টা ১৫ মিনিটের সময় কিছু জরুরী কাজে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ওইদিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় কিয়ামপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জনাব মুজাফফর আলী মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
প্রবীণ শিক্ষক মুজাফফর আলী খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, সুরমা নিউজ২৪ পরিবার প্রধান সম্পাদক উজ্জ্বল ধর, সম্পাদক জুবায়ের আহমেদ, প্রকাশক সাহেল আহমেদ, বারমিংহামস্থ বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যান ট্রাষ্ট স্টার প্যানেল, যুক্তরাজ্য যুবলীগ শেফিল্ড শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আহমেদ, সহ সভাপতি নজরুল ইসলাম আরশাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ন সম্পাদক ইমরান আহমেদ,নাজির আহমেদ মিলন, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুর রহমান, দপ্তর সম্পাদক আজির আহমেদ , কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বেলাল আহমেদ, গ্রেটার সিলেট স্পোর্টস এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা রাজীব আহমেদ, কিয়ামপুর গ্রামের দুলু মিয়া, ছদরুল ইসলাম, ইউপি সদস্য সাহেন আহমেদ প্রমুখ।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।