বিশ্বনাথে ছিনতাই করে যাবার সময় ২জন আটক
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৫৪,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৬
বিশ্বনাথ সংবাদদাতা:
দিবালোকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সিলেটের বিশ্বনাথে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেল (সিলেট-হ ১৩-৮৭৫২) জব্দ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী এক মহিলাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, স্বর্ণের চেইন, ২টি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করেন।
জনতার হাতে আটককৃত ছিনতাইকারীরা হলেন- সিলেটের জালালবাদ থানার পীরপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র শাহজাহান (৩০), একই থানার কালিগাও গ্রামের আবদুল মতিনের পুত্র শাহ আলম (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হলে জনতা আটককৃত ছিনতাইকারীদের পুলিশের কাছে সোর্পদ করেন।
ছিনতাইকারীরা মাথায় চাকু ধরে তার সঙ্গে থাকা এক লাখ টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ মহিলা করিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগিরচক গ্রামের শাহিন আহমদের স্ত্রী করিমা বেগম সোমবার সকালে অপর এক মহিলাকে সাথে নিয়ে রিকশা যোগে সিলেটে সদর উপজেলার মীরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। নিজ বাড়ি থেকে বের হয়ে করিমা বেগম আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী দেবরের কাছ থেকে নগদ ১ লাখ টাকা নেন। উপজেলার হোসেনপুর বড় বাড়ির সামনে যাওয়া মাত্রই মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে করিমা বেগমের স্বর্ণের চেইন, দুটি মোবাইল সেট, ১ লাখ টাকা বহনকারী হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় করিমা ও তাঁর সাথে থাকা মহিলা চিৎকারে শুরু করলে ছুটে আসেন এলাকাবাসী। ধাওয়া দিয়ে এলাকাবাসী একসময় দুই ছিনতাইকারীকে আটক করে ব্যাপক গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। করিমা বেগমের হাত ব্যাগ উদ্ধার হলেও টাকা, স্বর্ণের চেইন কিংবা মোবাইল সেট এখনো উদ্ধার হয়নি বলে জানা গেছে।
ছিনতাইকারীদের আটক ও ছিনতাইয়ে ব্যবহার করা মোটর সাইকেল উদ্ধার করার সত্যতা স্বীকার করে থানার এসআই কল্লোল গোস্বামী বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।