কাউন্সিলর আজাদের চাচা এড. শফিকুর রহমানের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ১০:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের চাচা এডভোকেট শফিকুর রহমান এর জানাজা সোমবার বাদ জোহর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে। জানাজার নামাজের ইমামতি করেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বোরহান উদ্দিন কাসেমী। পরে নগরীর মানিকপীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত রবিবার বেলা ১টা ১০ মিনিটের সময় ঢাকা কিডনি হাসপাতালে এডভোকেট শফিকুর রহমান ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভূগছিলেন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলোগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শমিউল আলম, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কন্ট্রোলার অধ্যাপক মনির উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম, সিকৃবির ডেপুটি রেজিস্ট্রার একে এম ফজলুর রহমান, সিসিক’র প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, ইউনাইটেড ক্লাবের সভাপতি শমসের জামাল, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক মকসুদ আলী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন প্রমুখ।
জানাজার নামাজের আগে শফিকুর রহমানের মরদেহে শ্রদ্ধার্ঘ নিবেদন করে- সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, টিলাগড় পঞ্চায়েত কমিটি, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট এমসি ও সরকারী কলেজ ছাত্রলীগ, সিলেট জেলা আইনজীবী সমিতি।
এডভোকেট শফিকুর রহমান সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। এছাড়া ১৯৭৫ পরবর্তী সময়ে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।