ইস্ট লন্ডন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আবুবকর ফয়েজী সুমন
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইস্ট লন্ডন শাখার সভাপতি আলহাজ শফিক মিয়া পবিত্র উমরা শেষে ও বাংলাদেশ গমনের ফলে সিনিয়র সহ-সভাপতি আবুবকর ফয়েজী সুমন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এম,তানবীর আহমদ-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ফয়েজী সুমন দেশে থাকাকালীন তৃণমূল ছাএদলের রাজনীতি থেকে উঠে আসা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ, সিলেট জেলা ছাএদলের সাবেক অন্যতম সহ-সাধারণ সম্পাদক ও জিশিস, সিলেট মহানগর-এর প্রতিষ্টাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
বিগত দিনে যুক্তরাজ্য বিএনপির সাথে সক্রিয় জড়িত ফয়েজী সুমন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি জিয়া পরিষদ, যুক্তরাজ্য শাখার সদস্য সচিব-এর দায়িত্ব পালন করছেন।পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন ।