জালালাবাদ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৩৮,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান রোববার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের ইংরেজি বিভাগের প্রধান ঈমান আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ এবং সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম আশিকুর রহমান।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সায়েম আহমদ চৌধুরী, আহমেদ ফারহানা খানম, আয়েশা বেগম, কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্রী তাহিয়া বেগম, ছাত্র আবু আলা মওদুদী রাফি, একাদশ শ্রেণির ছাত্র আবু সাঈদ, ছাত্রী তানজিলা তারান্নুম।
উপস্থিত ছিলেন প্রভাষক ফকরুল হোসাইন, তাহমিনা সালমা, ফাহিমা সুলতানা, তাহমিনা পারভীন, আবু রায়হান, ফেরদৌস খানম, আয়েশা আক্তার, নাহিদা বেগম, মোঃ ফখরুল হোসেন, শামীমা ইয়াসমিন, আনজুমানারা আক্তার, মোঃ আব্দুল লতিফ, এবাদুর রহমান, আনিছুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও হারুন মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী হাবিবুন নূর চৌধুরী। নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী আমিনা বেগম।