বিয়ানীবাজার কলেজে তিন বিষয়ে মাস্টার্স কোর্স চালু হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ৯:০২ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সর্বোচ্চ শিক্ষাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজে এবার “দর্শন” বিষয়ে অনার্স কোর্স চালু হচ্ছে।
বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এদিকে বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে মাস্টার্স কোর্স চালু প্রক্রিয়াধীন রয়েছে।এবার নতুন বিষয় হিসেবে “দর্শন” বিষয়ে অনার্স কোর্স চালুর কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্রিষ্ট দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। অনুমতি পেলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে “দর্শন” বিষয়ে অনার্স কোর্স চালু করা যাবে।