সিলেট নগরীতে বাসার গ্রীল কেটে চুরি
প্রকাশিত হয়েছে : ৮:২৬:১০,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
সিলেট নগরীতে বাসার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। নগরীর শিবগঞ্জ এলাকার খরাদিপাড়ার বৈশাখী ৫২/৬ নম্বর বাসায় ঘটনাটি ঘটেছে। বাসার বাসিন্দা বৃহস্পতিবার বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রবিবার বিকালে ফিরে তিনি বাসাতে চুরি হয়েছে দেখতে পান।
বাসার বাসিন্দা বাংলাদেশ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের (বাসক) সিলেট বিভাগীয় সভাপতি সোহেল আহমদ। তার পরিবার দেশের বাইরে থাকায় বাসাটিতে তিনি একাই থাকেন। তার গ্রামের বাড়ি গোলাগঞ্জের ভাদেশ্বর গ্রামে।
সোহেল জানান, বাসাটি তালা দিয়ে তিনি গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যান। রবিবার বিকেলে বাসায় ফিরেন। ভেতরে ঢুকে দেখেন উত্তর দিকের গ্রীল কাটা, আলমারী ভাঙ্গা। কাপড় চোপড়সহ অন্যান্য জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো। চোরেরা মূল্যবান কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তবে বাসাতে নগদ টাকা, সোনা ছিলনা বলে তিনি নিশ্চিত করেছেন সোহেল।