বালাগঞ্জে ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ৬:০৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বালাগঞ্জ উপজেলা বিএনপি।
রবিবার বাদ আসর বালাগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
মাহফিলে নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও মাহফিলে সকল নেতাকর্মীদের সন্ধান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর সুস্থতা কামনা ও দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে মধ্যে উপস্থিত ছিলেন-বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, উপজেলার সাবেক সহ-সভাপতি সিরাজুজ্জামান খান, বিএনপি নেতা আব্দুল হাদী, আনহার মিয়া, সেবুল আহমদ মাসুক, বালাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইফুল আহমদ সেবুল, যুবদল নেতা আব্দুল আহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুস সামাদ জায়েদ, ছাত্রদল নেতা ছায়িম আহমদ সোহেল, শহীদ আহমদ, সালমান আহমদ, সালেহ আহমদ, দুলু মিয়া ও সুমন আহমদ প্রমুখ।
এছাড়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।