সিলেটে কিশোরের ঝুলন্ত লাশ!
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:০৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা সংলগ্ন রাঘবপুর নামক এলাকায় নিজ বাড়ি থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বাড়ির একটি কক্ষে লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতের নাম রিপন আলী (১৫)। সে রাঘবপুরের আফতাব আলীর ছেলে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশটি উদ্ধার কাজ চলছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা ধারণা করছেন তারা।