বিয়ানীবাজারে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ২:৫০ অপরাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারে উপজেলাধীন ঘুঙ্গাদিয়া নওয়াগ্রাম এলাকা থেকে এক যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। উদ্ধারকৃত মৃত ব্যক্তি নওয়াগাঁও গ্রামের ইশাদ আলীর পুত্র দেলোয়ার হোসেন ওরফে মড়াই (২৫)। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এর পূর্বে পারিবারিক ব্যাপার নিয়ে ঐই দিন বিকেলে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাকবিতন্ডা হয়।
শনিবার সকালে তার মা ও ছোট ভাই তার লাশ গাছের সাথে ঝুলতে থাকলে দেখতে পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানা ডিউটি অফিসার জানান, পুলিশ শনিবার ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।