বালাগঞ্জ ও গোয়াইঘাটের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১২:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বালাগঞ্জ ও গোয়াইঘাটের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ রবিবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিৎ সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আজাহারুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আশরাফ আহমেদ রাসেল।
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউপির চেয়ারম্যান মো. আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মোমিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান মো. নাজমুল আলম নজম এবং গোয়াইনঘাট উপজেলার নোংগুয়া ইউপি চেয়ারম্যান মাহবুব আহমদ, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল শপথ গ্রহণ করেন।
বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আবদাল মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শেখ মখলু মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরু মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাখাল দাস, ১নং ওয়ার্ডের মেম্বার শপু দাস, আব্দুল মালিক, ফজির আলী, বিপুল দাস প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।