ওসমানীনগরে আলোচনা সভায় বক্তারাঃ আওয়ামীলীগ এখন জালিম সরকারে পরিণত হয়েছে
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১২:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশে গুম,খুন,সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আওয়ামীলীগ এখন জালিম সরকারে পরিণত হয়েছে। নিজেদের অপকর্ম ডাকা দিতে আওয়ামীলীগ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গুম, খুনসহ একের পর এক সাধারণ মানুষদের নির্বিচারী হত্যা করে আবার বিএনপি নেতা-কর্মীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। বর্তমান সরকারের গুম নামক কার্যক্রমের ধারাবাহিকতায় ২০১২ সালের ১৭ই এপ্রিল সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীর সন্ধানের জন্য সিলেটে বিভাগের সর্বস্থান সাধারণ মানুষ যখন আন্দোলনের ডাক দিচ্ছে। আন্দোলন থেকে সাধারণ মানুষদের ফিরিয়ে আনতে আওয়ামীলীগ নামক জালিম সরকার তাদের লালিত পুলিশ বাহিনী দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীসহ সাধারণ মানুষদের আজ ঘরে ঘুমাতে দিচ্ছে না। সভায় নেতৃবৃন্দরা সরকারকে হুশিয়ারী করে বলেন আগামী কোরবানীর ঈদের আগে সিলেটের প্রান পুরুষ এম ইলিয়াস আলীকে ফিরে না দিলে সিলেটবাসীরাই আওয়ামীলীগ সরকার পতনের হাতিয়ার হয়ে উঠবে। আজ রবিবার বিকেলে এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগর উপজেলা ও তাজপুর কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার দক্ষিন গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেল আহমদ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ ও তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহাজাহান আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, উপজেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিএনপি নেতা শাহাবউদ্দিন সুহেল, সাবেক ছাত্রনেতা লোকমান আলী, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহেদ আহমদ, জুয়েল আহমদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গির মিয়া, রকিব আলী, মাসুদুর রহমান, হুমাউন রশিদ চৌধুরী সফি, মনছুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, আতিকুল আলম, হুসাইন আহমদ হাসান, কয়েছ আহমদ, রমজান আলী, হাবিব চৌধুরী, উপজেলা যুবদল নেতা সুন্দর আলী, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শিবলু খান, কাউছার আহমদ চুনু, সুহেল মিয়া, ইমরান খান,রেজন আহমদ, মহাম্মদ আলী, কাজী শওকত, মহব্বত আলী, সৈয়দ ওয়াকিল আলী, রাজু আহমদ, মিজানুর রহমান কামাল, আব্দুল করিম, কবির আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েব আহমদ, কলেজ ছাত্রদলে সিনিয়র ছাত্রনেতা রুবেল আহমদ, জে আই সুহান, সুহেল আহমদ সুবেল, সাব্বির আহমদ, হিফজুর রহমান নাহিদ, ফেরদৌস বকস, অপু আহমদ, সৈয়দ হুমায়ুন আলী, রাসেল আহমদ, ওয়াহিদ আহমদ, আমিনুর রহমান আমিন, কামাল আহমদ, আলী আকবর, জেবুল আহমদ সজিব, হিফজুর রহমান ফাহিদ, সুয়েব খান, সৈয়দ ইলিয়াছ আলী, সাজু আহমদ, ফয়েজ আহমদ, মারজান আহমদ প্রমুখ। সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা ছাত্রদল নেতা রাসেল আহমদ। আলোচনা সভা শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন উত্তর গোয়ালাবাজার জামে মসজিদের খতিব।