সুইডেনে বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশনের বনভোজন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১২:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুইডেনে বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ এসোসিয়শনের আয়োযনে রাজধানীর আকালায় প্রবাসী সিলেটীরা মেতে উঠেন বনভোজনের আনন্দে । শনিবার দুপুর ১২ টা থেকে সপরিবারে সিলেটিরা আসতে থাকেন অনুষ্ঠানস্থলে ।
ইউরোপের মধ্যে সবচেয়ে শীত প্রধান দেশ সুইডেন। তাই বছরের বেশীর ভাগ সময়ই সবাইকে কাটাতে হয় চার দেয়ালের বন্দী বাসায় । প্রাকৃতিক পরিবেশের বিশাল প্রান্তরে সবাই দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে, একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন। মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। প্রথমে হালকা নাস্তা আপ্যায়নের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান । বিভিন্ন দলে বড়রা, বাচ্চারা ভাগ হয়ে খেলাধুলায় অংশগ্রহণ করেন। দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক বিভিন্ন রকম খাবার।
অনুষ্ঠানে উপসালা শহর থেকেও অনেক সিলেটিরা উপস্থিত হন । এবারের বনভোজনে ব্যপক উপস্থিতি সিলেটিদের মিলন মেলায় পরিণত হয় ।বিকালে আয়োজন করা হয় খেলাধুলার। এতে সবচেয়ে মজার ছিল মহিলাদের বালিশ বদল খেলা। সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি সুজাউল করিম।
এ সময় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সবার অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে আপনাদের সহযোগীতা পেলে ষ্টোক হল্ম এর বাইরে আরও বড় ও ব্যাপক আকারে আয়োজন করার চেষ্টা করবে সংগঠন ।
বনভোজনের সার্বিক তত্ত্ববধানে ছিলেন সুজাউল করিম, মাসুদ খাঁন, আব্দুল বাসিত চৌধুরী, আব্দুল মান্নান, লিয়াকত আলী, আতাউল ইসলাম চৌধুরী সাজু, মুক্তা মিয়া, সাইস্থা মিয়া ।
উপস্থিত ছিলেন মহিবুল ইজধানী খান ডাবলু, ফারুক আহমদ, সালেকুল ইসলাম, কামাল পাশা, আতিকুর রহমান, ইমাদুর রহমান, আব্দুল মুহিত টুটু প্রমুখ।