সিলেট জেলা বারের সভাপতি শমিউলসহ ৪ জনের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১২:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধান সংশোধনী নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এর ঘটনার পর শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সহ সম্পাদক আহমদ ওবায়দুর রহমান ফাহমী, জয়নুল ইসলাম রুবেল ও সদস্য ওবায়দুর রহমান পদত্যাগ করেছেন।
এরপরই সহ সভাপতি অশেষ করের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি সভায় এডভোকেট আবদালকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয় এবং আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। জেলা বারের লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা ও সংবিধান সংশোধনী সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সংবিধানে কয়েকটি সংশোধনী আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সমিতির সভাপতি পদে নির্বাচন করতে আইন পেশায় ৩০ বছরের অভিজ্ঞতা ও সাধারণ সম্পাদক পদে লড়াইয়ের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত রাখা হয়। এতে ক্ষুব্দ হয়ে এডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী আবদাল আইনজীবী সমিতির সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন।
এতে অপমান বোধ করেব সভাপতি শমিউল আলম। শনিবার কার্যালয়ে এসে পদত্যাগ করেন তিনি। তার সাথে পদত্যাগ করেন আরো ৩ জন।