কাউন্সিলর আজাদের চাচা শফিকুর রহমান আর নেই
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের চাচা এডভোকেট শফিকুর রহমান (৬৮) আর নেই।
রবিবার বেলা ১টা ১০ মিনিটের সময় ঢাকা কিডনি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ জোহর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নগরীর মানিকপীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হবে।
এডভোকেট শফিকুর রহমান সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। এছাড়া ১৯৭৫ পরবর্তী সময়ে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।