খুলেছে সিকৃবি, ভিসির সাথে শিক্ষক-শিক্ষার্থীর কুশল বিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর রবিবার খুলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। রবিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হয় এবং বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়।
পুর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। ক্যাম্পাস খোলার প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক কর্মকর্তাদের কুশল বিনিময় করতে দেখা গেছে।
সকাল নয়টা থেকেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম বিভিন্ন অনুষদে যান। এসময় তার সাথে ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ আনিসুর রহমান। ভিসি মহোদয় পর্যায়ক্রমে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে গেলে শিক্ষকরা তাঁকে স্বাগত জানান।