ফেঞ্চুগঞ্জ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ১১:০৭ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিটের পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে হাকালুকি হাওর থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয়েছে। রবিবার বেলা ১২ টা থেকে ৪টা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
হাকালুকি হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদে দুইটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে অভিযান চালিয়ে পঞ্চাশটি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে হাকালুকি হাওর জিরো পয়েন্ট (ঘিলাছড়ায়) জড়ো করে জনসম্মুখে জালগুলো পোড়ানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত বলেন, হাওর নদ নদীতে পোনা ও ডিমওয়ালা মাছ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধ করতে এরকম অভিযান অব্যাহত থাকবে।
এসময় ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার উম্মুল ফারাহ বেগম তাসকিরা, সহকারী মৎস্য অফিসার আব্দুল মুমিন, সিএ মো. সিদ্দিক মিয়া উপস্থিত ছিলেন ।