দ্বিধাদ্বন্দ্বে সিলেট জেলা ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ৭:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ কেন্দ্রের কাছেই যেনো ঝুলে আছে সিলেট জেলা ছাত্রলীগ। কেন্দ্রের স্থগিতাদেশ নিয়েই সৃষ্টি হয়েছে এ সমস্যার। জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ বহাল নাকি প্রত্যাহার এনিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন সংগঠনের কর্মী ও সংশ্লিষ্টরা।
কেন্দ্র থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের কোন নির্দেশ না এলেও বিভিন্ন পদে থাকা নেতাদের কার্যক্রমই এমন প্রশ্ন তুলছে।
কমিটি স্থগিত করার পর কিছুদিন পদে থাকা নেতারা পদ ব্যবহার থেকে বিরত থাকলেও দিন বাড়ার সাথে সাথে তারাও শুরু করেছেন পদের ব্যবহার।
স্থগিত এই কমিটির অনেক নেতা এবারকার ঈদুল ফিতরে নিজের পদ ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড, তোরণ, ফেস্টুন ও লাগিয়েছেন।
গত ২৫ মার্চ সংগঠনের সংবিধান বিরোধী কার্যক্রমের কেন্দ্র জন্য সাময়িক স্থগিত করা হয় সিলেট জেলা ছাত্রলীগের কমিটি। কিন্তু এই স্থগিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আবার কেন্দ্রের আমন্ত্রনে গত ১৩ জুন অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভা ও কর্মশালায়।
আর গত সপ্তাহে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সিলেট সফরে তাদের সরব উপস্থিতি জন্ম দিয়েছে নানা বিভ্রান্তির। অনেকে আবার গুজব ছড়িয়েছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের ঈদ পুনর্মিলনীতেই জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেবেন জাকির। কিন্তু এই অনুষ্ঠানে জেলা নিয়ে কোন মন্তব্যই করেননি তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সিলেটে পৌছার পর স্থগিত কমিটির নেতারা ও বিভিন্ন বলয়ের হর্তাকর্তারা কেন্দ্রীয় সম্পাদকের সাথে কয়েক দফা বৈঠক করলেও আসেনি কোন সমাধান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোন মন্তব্যই করতে চাননি কেন্দ্রীয় সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সিলেট জেলা ছাত্রলীগের কমিটির ব্যপারে সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে।
কোন বক্তব্য নেই স্থগিত কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদেরও। তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আশা করি শীঘ্রই ভাল কোন খবর পাব।