জগন্নাথপুরের সড়ক ও জনপথ বিভাগের সড়কটির বেহালদশা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ৩:৩২ অপরাহ্ণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সড়ক ও জনপথ বিভাগের ১কিলোমিটার এলাকা জুড়ে সড়কটির বেহালদশায় নাকাল সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরবাসী। জনসাধারণের যাতায়াতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির পীচ উঠে গিয়ে খানা-খন্দের পাশাপাশি বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে।
শহরের আলখানা স্লুইচ গেইট থেকে শুরু করে হবিবনগর এলাকা পর্যন্ত প্রায় ১কিলোমিটার জুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া সড়কটির মুক্তিযোদ্ধা মোড়, পৌর পয়েন্ট ও মাছের আড়ত এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে যান চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি এর আশপাশের বিপনী বিতানগুলোতে ক্রেতাদের যাতায়াতে ভোগান্তি দেখা দেয়।
পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহা সড়কটি জগন্নাথপুর পৌর শহরের উপরে হওয়ায় সড়কটির মেরামতের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। অবিলম্বে সড়কটির পুণ:সংস্কারে সংশ্লিষ্ট বিভাগের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।
এ ব্যাপারে মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ জানান, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।