ওসমানীনগরে মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২:৩৫:২০,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৬
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ৫০ বোতল মদ সহ সুবল পাল(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামে অভিযান চালিয়ে মদ সহ সুবলকে আটক করা হয়। আটকৃত সুবল ইলাশপুর গ্রামের মৃত বিরেন্দ্র পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল দশটার দিকে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ থানার পার্শ্ববর্তী ইলাশপুর গ্রামের বিরেন্দ্র পালের বাড়ীতে অভিযান চালায়।
পুলিশ সুবল পালের বসত ঘরের খাটের নিচ থেকে ২০ বোতল হুইসকি ও ৩০ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। এ সময় পুলিশ মদের বোতল গুলো জব্ধ ও সুবলকে আটক করে থানা নিয়ে আসে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, মদ ও মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।