ভাটি বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতিকে অনেক মেধা উপহার দেবে-দিরাইয়ে শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:৩৭:১৬,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ভাটি বাংলার দিরাই-শাল্লার শিক্ষার উন্নয়নে বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত অসামান্য অবদান রেখে চলেছেন। তার প্রতিষ্ঠিত মহিলা কলেজ ও টেকনিক্যাল কলেজ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত প্রতিষ্ঠিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথাগুলো বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা এবং দিরাই-শাল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহানা রাব্বানী এমপি, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল কবীর রুমেল, এ পি পি এবং সিলেট ভিউর আইন উপদেষ্টা এডভোকেট শামসুল ইসলাম, এডভোকেট আব্দুর রহমান সেলিম, আব্বাস উদ্দিন, ইঞ্জিনিয়ার নজরুল হাকিম, আসাব উদ্দিন সরদার, মুহিন চন্দ্র দাস, আলআমীন চৌধুরী, এনামুল হক লিলু, এডভোকেট আলা উদ্দিন, রঞ্জন রায়, বিশ্বজিৎ রায়, এমদাদ হোসেন প্রমুখ।
দিরাই থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ কমিটির সদস্য প্রদীপ রায়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষার উন্নয়নে সরকারের গৃহিত নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, ভাটি বাংলার এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতিকে অনেক মেধা উপহার দেবে। দিরাই শাল্লার ছেলেমেয়েরা কারিগরি শিক্ষায় উন্নত হয়ে দেশের জন্য কাজ করবে।