সিসিকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ১১:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সারাদেশে মতো সিলেটেও চলেছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ -এ আহ্বানের মধ্যে দিয়ে শনিবার সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার সকালে ধোপাদিঘীরপাড়স্থ বিনোদনী নগর মাতৃসদন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় উপস্থিত ছিলেন সীমান্তিক সিলেটের প্রজেক্ট ম্যানেজার মো. পারভেজ আলম, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ্রসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৬৫ হাজার ৯৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস (লাল ও নীল রঙের) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী স্বাভাবিক শিশুর সংখ্যা ৬ হাজার ৪শ ২২ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫৮ হাজার ২শ ৭৫ জন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৪০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা ৩শ ৬২ জন।
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট জনসংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৬শ ৮৪ জন। সিসিক এলাকায় মোট ৩০টি কেন্দ্র ছাড়াও বাস টার্মিনাল, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র খোলা থাকে।