নেতাকর্মীর উপর থেকে মামলা প্রত্যাহারের দাবি বিশ্বনাথ বিএনপি’র
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ১১:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীর উপর পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তির রাজনীতি বিশ্বাস করে। জনগণের কল্যাণের রাজনীতি করে। কিন্তু গত ৯জুলাই উপজেলা সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীর উপর যে মামলা করা হয়েছে সেই মামলা মিথ্যা, হয়রানি মূলক।
মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।