বাবা হলেন নায়ক সোহম
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক:
টালিউড জুড়ে সেলিব্রেশনের মুড। শ্রাবন্তীর এনগেজমেন্টের পর ফের এল খুশির খবর। বাবা হলেন অভিনেতা সোহম। বৃহস্পতিবার কলকাতার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোহমের স্ত্রী তনয়া। ২০১২-তে তানিয়ার সঙ্গে বিয়ে হয় সোহমের। বাবা হওয়ার খবরে আনন্দে আত্মহারা অভিনেতা ছেলের নাম রেখেছেন সাঁঝ।
ছেলেকে প্রথম দেখার পর চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি জানিয়েছেন, মা এবং ছেলে দু’জনেই এখন ভাল আছে। আর ছেলে হওয়ার খবরটা প্রথম ফোন করে বুম্বা মামু অর্থাৎ প্রসেনজিত চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন। চাইল্ড অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ সোহমের। তার পর বড় হয়ে পুরোদস্তুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সোহম।
সক্রিয় রাজনীতির ময়দানেও তাকে দেখেছেন দর্শক। গত বিধানসভা নির্বাচনে ভোটেও দাঁড়িয়েছিলেন। দল জিতলেও তার জয় অধরা থেকে গিয়েছিল। এবার জীবনে নতুন এপিসোড। সাঁঝকে নিয়ে নতুন এক জার্নি শুরু করতে চলেছেন সোহম।