সুরমা নিউজ:
আগামী ২০ জুলাই বুধবার বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্ট বারমিংহাম, ইউকে স্টার প্যানেলের উদ্যেগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে, আস্টনের ভিক্টোরিয়া রোডস্থ ইকবাল বেনকুইটিং হলে দুপুর ১ টায় এই পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজকরা ট্রাষ্টিসহ প্রবাসীদের আমন্ত্রন জানিয়েছেন।