অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা হচ্ছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৮:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ সকল প্রাইভেট ভার্সিটির অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা চেয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রশাসন। সেই নির্দেশ অনুযায়ী ভার্সিটি কতৃপক্ষ দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের একটি তালিকা করছে। এটা আগামী রবিবারের মধ্যে জমা দেয়া হবে।
তথ্য নিশ্চিত করে ভার্সিটির ডিরেক্টর (প্রশাসন) তারেক ইসলাম বলেন, সব বিভাগের অনুপস্থিত শিক্ষার্থীদেরই নিয়ে তালিকা করা হচ্ছে। এখন সব শিক্ষার্থীর কাছে অনুরোধ তাদের পরিচিত কেউ যদি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে, তবে তাকে শনিবারে মধ্যে ভার্সিটিতে এসে ক্লাসে হাজিরা দিতে হবে।
যারা যুক্তিসঙ্গত কারণে ক্লাসে অনুপস্থিত তারা সেই কারণগুলো বিভাগে জানালে আমরা এই তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।