বিয়ানীবাজারে অগ্নিকান্ড: ৭ লক্ষ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:৪৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৬
বিয়ানীবাজার সংবাদদাতা: বিয়ানীবাজারের দুবাগ বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার মধ্যরাতে রায়হান মিয়ার গুদাম ঘরে এ দুর্ঘটনা ঘটে।
বিশাল এ গুদামে বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা তাদের মালামাল রাখতো বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা কেরোসিনের বাতি থেকে আগুন লাগতে পারে।
খবর পেয়ে দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাজার পাহারদাররা বিয়ানীবাজার ফায়ার সার্ভিসকে অগ্নিকান্ডের সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।